শিক্ষিত হয়ে যাওয়া মানে সফলতা নয়-ইউএনও
জুড়ি প্রতিনিধি: জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম বলেছেন- ‘বর্তমান শিক্ষার্থীদের মধ্য থেকে
অনেকে ঝরে পড়তে পারে, আবার অনেকেই হবে উল্লেখযোগ্য কেহ। সফলতাটা জীবনের একটি চলমান প্রক্রিয়া। এটার কোন শেষ নেই। একটি দুইটি জিপিএ-৫ কিংবা বড় কিছু অর্জনের মধ্য দিয়ে শিক্ষা জীবন শেষ করে উচ্চ শিক্ষিত হওয়া যায়। এই শিক্ষিত হয়ে যাওয়া নতুবা একটা চাকরী অর্জন করাটা সফলতা নয়। এটা একটা পর্যায় মাত্র। চাকরী পাওয়া মানে সফলতার পরীক্ষা সেখান থেকেই আবার শুরু হয়, অনেক ধাপ পেরুতে হয়। কোথাও থেমে থাকার কোন সুযোগ নেই। আমাদের ক্ষেত্র খুবই ছোট, যা সবার জন্য প্রস্তুত থাকেনা। যে কারনে প্রতিযোগিতা করে সেই ক্ষেত্র পর্যন্ত যেতে হবে’। তিনি শনিবার দুপুরে জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
জুড়ীতে ২০২০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থী ও ২০১৯ সালে প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে ফয়েজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, জুড়ী এ সংবর্ধনার প্রদানের আয়োজন করে। সংগঠনের সভাপতি পারিজাত চদ্রাননা অর্চি’র সভাপতিত্বে এবং শাহনাজ পারভীন মুন্নী ও আব্দুল্লাহ আল মাহির যৌথ পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুবুল ইসলাম কাজল, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুুল কাদির দারা, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস, জুড়ী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মঞ্জুরে আলম লাল, সাংবাদিক বদরুল ইসলাম, দিগলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় রঞ্জন দাস। বক্তব্য রাখেন সংবর্ধিত আবিদা উলফাৎ আরা নোমা, নিপা আক্তার, মুস্তাফিজুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক নিশু রানী দে, মেডিকেল কলেজ অ্যাম্বাস্যডর পল্লব দাশ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক স্বাগত মালাকার, সংগীত বিষয়ক সম্পাদক বনশ্রী দাশ প্রমা, কার্যনির্বাহী সদস্য তামিম জামান।
সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয়।
জুড়ীতে পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন
মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- চট্ট ১২২৩ (বাস, মিনিবাস, কার, লাইটেস, পিকআপ) এর অন্তর্ভূক্ত জুড়ী উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জুড়ী মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ করা হয়। ৩৭৮ জন ভোটারের মধ্যে ৩৫৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
রাত আটটায় প্রিসাইডিং অফিসার মো: মামুনুর রশীদ (মামুন) ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ার প্রতীকে আব্দুল জব্বার ১৬৮ ভোট সভাপতি ও দোয়াত কলম প্রতীকে দুদুল মিয়া ১৭২ ভোট পেয়ে সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে অপর প্রার্থী গিয়াস উদ্দিন (আনারস) ৯৬ ভোট ও দুলাল মিয়া (ছাতা) ৬১ ভোট পেয়েছেন। সম্পাদক পদে অপর প্রার্থী মুুস্তাকিম আহমদ (মই) ১১৩ ভোট ও সাইফুর রহমান (মোরগ) ৫৩ ভোট পেয়েছেন। কার্যকরি সভাপতি নির্বাচিত হয়েছেন রাজু খান। বাস গাড়ি প্রতীকে তিনি ২০৯ ভোট পেয়েছেন। অপর প্রার্থী দিপু রঞ্জন দত্ত বাই সাইকেল প্রতীকে পেয়েছেন ৮২ ভোট। মোমবাতি প্রতীকে ১৮০ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম। তার প্রতিদ্বন্ধী আলাউদ্দিন চশমা প্রতীকে ১০১ পান। সহ-সম্পাদক পদে মইন উদ্দিন মফিজ আম প্রতীকে ১৫০ ভোট পেয়ে বিজয়ী হন। অপর প্রার্থী সুরুজ মিয়া (মোবাইল) ১০৭ ভোট ও রিয়াজ মিয়া (হরিণ) ৩৯ ভোট পান। বাঘ প্রতীকে সর্বোচ্চ ২১৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন তাজুল ইসলাম হাকিম। এ পদে হাতী প্রতীকে ওয়াশিম রানা পেয়েছেন ১১৩ ভোট। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলাল মিয়া। মিনার প্রতীকে তার প্রাপ্ত ভোট ২১৪। অপর প্রার্থী সুশিল দাস (ফুটবল) ৮২ ভোট পেয়েছেন। বন্দুুক প্রতীকে ১৬৭ ভোট পেয়ে লাইন সম্পাদক নির্বাচিত হন সেলিম আহমদ। তার নিকটতম মনিয়ার হোসেন (ঘুড়ি) পেয়েছেন ১৩৬ ভোট। সদস্য পদে রাসেল আহমদ (বালতি) ১৭৫, ফরমুজ আলী (কবুতর) ১৫৯ ও জামাল উদ্দিন (হাঁস) ১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর প্রার্থী রানু চন্দ্র দাস (কুড়াল) পেয়েছেন ১০৬ ভোট।
এদিকে একাধিক প্রার্থী না থাকায় প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম ও দপ্তর সম্পাদক পদে মোহাইমিন ছামি বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হন।