আইপিএলে ভারতের আয় ৪ হাজার কোটি রুপি
পোস্ট ডেস্ক : মহামারী করোনাভাইরাসের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করে ৪ হাজার কোটি আয় করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ভারতে করোনাভাইরাস বেশি সংক্রমিত হওয়ায় এ বছর আইপিএলের আয়োজক হয় সংযুক্ত আরব আমিরাত। ভারতীয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করে বড় অঙ্কের লাভ করেছে আমিরাত। তারাও পেয়েছেন প্রায় ৪ হাজার কোটি রুপি।
বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধূমাল বলেছেন, গতবারের তুলনায় এবার আইপিএল আয়োজনে ৩৫ শতাংশ খরচ কম হয়েছে। আর বোর্ড আয় করেছে ৪ হাজার কোটি টাকা। শুধু তাই নয়, এবার আমাদের টিভি ভিউয়ারশিপও ২৫ শতাংশ বেড়েছে। আইপিএলের ইতিহাসে এবারই উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ ভিউয়ারশিপ হয়েছে।
তিনি আরও জানান, অনেকেই ভেবেছিলেন করোনাকালীন এত বড় টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন সম্ভব নয়। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা করে দেখিয়েছে। আইপিএলের সফল আয়োজনে প্রায় দেড় হাজার লোক দিনরাত পরিশ্রম করেছে। তাদের কারণেই এ সাফল্য।