জুড়ীতে সিরাতগ্রন্থ বিতরন

Published: 25 November 2020

জুড়ী প্রতিনিধি : জুড়ী মানবিক সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সিরাতগ্রন্থ বিতরন করা হয়েছে।


পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সারা মাস ব্যাপী উপজেলার সকল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কুল, মাদরাসা ও কলেজের প্রতিষ্ঠান প্রধান ও গুণীজনের মধ্যে সীরাত গ্রন্থ (হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী) বিতরণ করা হয়। রবিউল আউয়াল মাসের প্রথম দিন থেকে সারা মাস জুড়ে দুই ধাপে এ সীরাত গ্রন্থ বিতরণ করা সম্পন্ন হয়। প্রথম ধাপে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রধান শিক্ষকদের এবং দ্বিতীয় ধাপে উপজেলার প্রশাসন, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠন সহ সমাজের গুণীজনদেরকে সীরাত
গ্রন্থ দেওয়া হয়। জুড়ী মানবিক সোসাইটির সভাপতি কামরুল ইসলাম বলেন,জুড়ী মানবিক সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ধর্ম, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, বস্ত্র ও দুর্যোগ এ ছয়টি কর্মসূচি নিয়ে পথচলা শুরু জুড়ী মানবিক সোসাইটির। এরই ধারাবাহিকতায় মানবিক সোসাইটির উদ্যোগে গ্রন্থ বিতরণ করা শেষ হয়েছে।

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহা মানব, যার আদর্শ অনুসরণ করে পৃথিবীতে শান্তি ও সমৃদ্ধি আনয়ন সম্ভব। তাই, বর্তমান সময়ে নবীজির জীবনাদর্শ সর্বত্র ছড়িয়ে দেওয়া সকলের নৈতিক দায়িত্ব। আমরা এ দায়িত্ব থেকে মহতি এ উদ্যোগ বাস্তবায়ন করেছি। তারা সমাজের সর্বসাধারণের মধ্যে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ পৌঁছে দিতে মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানান এবং আগামীতে আরো বড় পরিসরে এমন উদ্যোগ গ্রহণ করবেন বলে অভিমত পেশ করেন।