জুড়ি জাপা সহ-সভাপতি তারা মিয়া স্মরণে সভা অনুষ্ঠিত
জুড়ী প্রতিনিধি :: মৌলভীবাজারের জুড়ী উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মরহুম তারা মিয়া স্মরণে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় কলেজ রোডস্থ এম জেড কমিউনিটি সেন্টারে শোকসভাটি অনুষ্টিত হয়।
জাতীয় পার্টির কেন্দ্রিয় সদস্য ও উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরমান আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম. এ মুনিম চৌধুরী (বাবু)।
বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পার্টি, মৌলভীবাজার জেলা সভাপতি সৈয়দ সাহাব উদ্দিন আহমদ, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম, জুড়ী লামাবাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল আজিজ, বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আফজাল খান, কুলাউড়া উপজেলা সভাপতি মুহিবুর রহমান লাল, আশরাফ আহমদ, মৌলভীবাজার জেলা যুব সংহতি সভাপতি বেলাল আহমদ, জুড়ী উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক জুয়েল রানা, লন্ডনস্থ যুব সংহতি নেতা মরহুম তারা মিয়ার পুত্র খালেদ হোসেন, মবশ্বির আলী।