রোনাল্ডোবিহীন বিবর্ণ জুভেন্টাস
পোস্ট ডেস্ক : নবাগত বেনেভেন্টোর সঙ্গে ড্র করেছে রোনাল্ডোবিহীন জুভেন্টাস। পুরো ৯০ মিনিটে কেউ আলো ছড়াতে পারেনি। এদিন বিবর্ণ জুভেন্টাসকে দেখলেন ফুটবলপ্রেমীরা।
সিরিএতে শনিবার রাতে বেনেভেন্টোর সঙ্গে ১-১ সমতায় ম্যাচ শেষ করে জুভেন্টাস।
ম্যাচের ২১তম মিনিটে আলভারো মোরাতার গোলে লিড নেয় জুভেন্টাস। ফেদেরিকো চিয়েসার বাড়ানো বল ধরে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড।
তবে প্রথমার্ধের যোগ করা সময়ে বেনেভেন্টোকে সমতায় ফেরান গায়েতানো লেতিজিয়ার।
১-১ স্কোরলাইনে বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধে নেমে শতচেষ্টা করেও নবাগত দলটিকে ধরাশায়ী করতে পারেননি ইতালির জায়ান্টরা।
গোল না পেয়ে ম্যাচের শেষ দিকে মেজাজ হারান জুভেন্টাসের স্কোরার মোরতা।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর রেফারির উদ্দেশে কিছু একটা বলতে দেখা যায় মোরাতাকে। জবাবের সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখান রেফারি।
১-১ ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় জুভেন্টাসকে।
এ নিয়ে চলতি মৌসুমে ৯ ম্যাচের পাঁচটিতেই ড্র করল জুভেন্টাস। ১৭ পয়েন্ট নিয়ে এখন পঞ্চম স্থানে রয়েছেন জুভিরা।
৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে ইন্টার মিলান। আট ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান।