ভারতীয় বোলারদের ধোলাই করলেন স্মিথ
পোস্ট ডেস্ক : বিরাট কোহলিরা অস্ট্রেলিয়া যাওয়ার আগেই তাদের উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন স্টিভেন স্মিথ- শরীর বরাবর শর্ট বল ছুড়ে এবার কোনো লাভ হবে না। কারণ প্রচুর পরিশ্রম করে নিজের দুর্বলতাগুলো তিনি কাটিয়ে উঠেছেন। এবার মাঠের খেলায় দেখা গেল স্মিথের কথার প্রমাণ। ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই টানা সেঞ্চুরি করেছেন। ব্যাট করেছেন রীতিমতো বিধ্বংসী মেজাজে। ভারতীয় বোলাররা পাত্তাই পায়নি!
প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ৬২ বলে তিন অংক স্পর্শ করেছেন স্মিথ। প্রথম ম্যাচেও তিনি ঠিক ৬২ বলেই সেঞ্চুরি করেছিলেন। তবে পার্থক্য হলো প্রথম ম্যাচে ১০৫ রান করলেও আজকের ম্যাচে করেছেন ১০৪ রান। মেরেছেন ১৪টি চার এবং ২টি ছক্কা। অন্যদিকে প্রথম ম্যাচে অ্যারন ফিঞ্চ সেঞ্চুরি করলেও আজ ৬৯ বলে ৬০ রানেই তিনি থেমেছেন। প্রথম ম্যাচের মতো শেষদিকে ব্যাট হাতে ঝড় তুলেছেন গ্লেন ম্যাক্সওয়েল।
একটা উদাহরণ দিলে চলতি সিরিজে স্মিথের ভয়ংকর রূপটি আরও পরিস্কার হবে। ২০০৫ সালের ভারত-পাকিস্তান সিরিজে ২১১ রান তোলার পথে আফ্রিদির স্ট্রাইক রেট ছিল ১৭২.৯৫। এ পর্যন্ত দুই ম্যাচ খেলে ২০৯ রান তুলেছেন স্মিথ, স্ট্রাইক রেট ১৬২.০১। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে টানা দুই সেঞ্চুরি করেছিলেন ডেভিড ওয়ার্নার, তাও সেই ২০১৬ সালে। ভারতের বিপক্ষে এ নিয়ে পাঁচটা সেঞ্চুরি হয়ে গেল স্মিথের, এর মধ্যে তিনটাই পরপর।