রোনালদোদের ম্যাচে নারী রেফারি
পোস্ট ডেস্ক : পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হতে যাচ্ছে নারী রেফারির। চলতি সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস বনাম ডায়নামো কিয়েভের মধ্যকার ম্যাচটি পরিচালনার জন্য ফ্রান্সের স্তেফানি ফ্র্যাপাকে দায়িত্ব দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের গভর্নিং বডি উয়েফা।
ফ্র্যাপা এর আগে উয়েফা সুপার কাপে রেফারির দায়িত্ব পালন করেছেন। ২০১৯ ইস্তানবুলে চেলসি বনাম লিভারপুল উয়েফা সুপার লিগের ম্যাচে রেফারি ছিলেন ৩৬ বছরের এই নারী। চলতি মৌসুমে ইউরোপা লিগের দু’টি ম্যাচের দায়িত্বও ছিল ফ্র্যাপার হাতে।
উয়েফার প্রতিযোগীতামূলক টুর্নামেন্টে নারী রেফারির আত্মপ্রকাশ ঘটেছিল ২০০৪ সালে। ২০০৪-২০০৯ উয়েফা কাপের যোগ্যতাঅর্জন পর্বে নিয়মিত দায়িত্ব সামলাতেন সুজারল্যান্ডের নিকোল পেটিগনাট।
২০১৭ ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে প্রথম নারী রেফারি হিসেবে আত্মপ্রকাশ ঘটে জার্মানির বিবিয়ানা স্টেইনহসের। ওই বছর বুন্দেসলিগার একটি ম্যাচের দায়িত্বে ছিলেন নারী রেফারি স্টেইনহস। যা ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে প্রথম।