সিলেট সিটি কাউন্সিলর সালেহ আহমদ সেলিমের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানিয়ে মানব বন্ধন

Published: 1 December 2020

সিলেট অফিস : সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাবেক জনপ্রিয় ছাত্রনেতা এড. ছালেহ আহমদ সেলিমের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ষড়যন্ত্রমুলক মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে উপশহরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার দুপুর ১২টায় উপশহর এবিসি পয়েন্টে মানববন্ধ করে শাহজালাল উপশহর কল্যাণ পরিষদ, উপশহর এলিট বয়েজ, ব্রাদার্স পাওয়ার, এবিসি ব্যবসায়ী সমিতি, উপশহর স্পোর্টস ক্লাব সহ একাধিক সামাজিক সংগঠন।


শাহজালাল উপশহর ই-ব্লক জামে মসজিদের সভাপতি সফিকুর রহমানের সভাপতিত্বে ও ডা. আবুল কালাম সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সদস্য প্রবীণ মুরব্বী হাজী সহিবুর রহমান খলা, হাজী বাহার উদ্দিন, ফজলে করিম মাসুম, নূর উদ্দিন, উপশহর বি-ব্লক জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল হক, প্রিন্সিপাল মৌলানা তহুরুল ইসলাম, উপশহর হাই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মহিলা নেত্রী শামিম আরা বেবী, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন- আব্দুর রহিম, সিরাজ খান, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুর রহিম, এম এ ফয়ছল সাদ, আব্দুস শুক্কুর বকুল, জালাল উদ্দিন, মৌলানা আব্দুল মোমিন, আব্দুল খালিক, জহির উদ্দিন, দবির আলী, বিশিষ্ট ব্যবসায়ী জুনেদ আহমদ, প্রভাষক ডাঃ আক্তার হোসেন,বিশিষ্ট বীমা কর্মকর্তা ফয়ছল আহমদ, উপশহর এ.বি ব্লক ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম লুলু, নোমান আহমদ, উপশহর সি.ডি ব্লক ব্যবসায়ী সমিতির পক্ষে আহমদ মিতুল, উপশহর ই.এফ ব্লক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাজহারুল ইসলাম, উপশহর আই ব্লক ব্যবসায়ী সমিতির পক্ষে সুহেল তালুকদার, উপশহর ইউনাইটেড ফোরামের যুগ্ম আহবায়ক মৌলানা হাফিজুল ইসলাম লস্কর, রাসেল আহমদ পাপ্পু, জুনেদ আহমদ, উপশহর যুব কল্যাণ পরিষদের যুগ্ম আহবায়ক রেজওয়ান আহমদ, রুহিন আহমদ, আজিজুর রহমান, দেলওয়ার হোসেন,উপশহর স্পোর্টিং ক্লাবের আহবায়ক দেলওয়ার হোসেন জাহাঙ্গীর,শাহেদ আহমদ পলাশ, আব্দুল আহাদ, উপশহর এলিট বয়েজের সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী ইফরাত, জাফর আহমদ, পাভেল আহমদ, ব্রাদার্স পাওয়ারের সভাপতি সাহেদ আহমদ, মুক্তা চৌধুরী স্মাইল চ্যারিটি গ্রুপের পক্ষে সাবেক সভাপতি মেহরাজ হোসেন আবিদ, উপশহর তরুণ সংঘের সভাপতি সাইদুল ইসলাম,মুস্তাফিজুর রহমান রিফাত, মামুন আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শাহজালাল উপশহর একটি আধুনিক এবং সুশৃঙ্খল আবাসিক এলাকা যা সিলেট সিটি কর্পোরেশন অন্যান্য ওয়ার্ড থেকে নিয়মতান্ত্রিক ভাবে অনেকটা ভিন্ন তাই এখানে জায়গা দখল বা নির্মাণ কাজে অনুমিতর নামে চাঁদাবাজি সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তার সুযোগ নেই তা সম্পূর্ণ নিয়ন্ত্রণ হাউজিং কতৃপক্ষই করে থাকেন,এখানে কোন অবৈধ কর্মকাণ্ড করার সুযোগ নেই যেহেতু এই এলাকাটি সম্পূর্ণ সিসি টিভি ক্যামেরা দারা সুরক্ষিত রয়েছে, একটি স্বার্থান্বেষী মহল তাদের নিজস্ব স্বার্থ হাসিলের লক্ষ্যে জননন্দিত কাউন্সিলর এড. ছালেহ আহমদ সেলিমের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এমন ষড়যন্ত্র চালানো হচ্ছে। বক্তারা, এসব ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানান।