গ্রীন জুড়ি ক্লিন জুড়ি বাস্তবায়নে মত বিনিময় অনুষ্টিত

Published: 3 December 2020

জুড়ি প্রতিনিধি : গ্রীন জুড়ি ক্লিন জুড়ি ঘোষণার আওতায় কামিনীগন্জবাজার এলাকায় “Model Clean Town” বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আজ বৃহস্পতিবার (৩ রা ডিসেম্বর) সকাল ১১ টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়ন পরিষদ জনমিলন কেন্দ্রে ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা’ র সভাপতিত্বে জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বিশদ আলোচনা করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, কামিনীগন্জবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী কামাল উদ্দিন,জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরমান আলী। বক্তব্য রাখেন হাঁওর রক্ষা সংগ্রাম কমিটির সভাপতি ইমরুল ইসলাম, কামিনীগন্জবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আম্বিয়া, প্রথম আলো,জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসূণ চম্পু, উপজেলা ট্রাক ও ট্র্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল হাসান,সিএনজি শ্রমিক ইউনিয়ন,বিজিবি ক্যাম্প চত্বর শাখার সভাপতি মোঃ নানু মিয়া,ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ ময়না মিয়া।

উপস্হিত ছিলেন কামিনীগন্জবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ, সিকন্দর মাহমুদা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা ও সভাপতি মোঃ তুতিউর রহমান,জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহঃ শিক্ষক কবির উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল মনাফ,ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক এম এ আজিজ,জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মর্তুজ আলী মর্তুজা, ব্যবসায়ী ওমর ফারুক ও বিভিন্ন শ্রেণির জনপ্রতিনিধি সহ এলাকার জনসাধারণ। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, পাইলট প্রকল্প হিসেবে জুড়ীকে সুন্দর করে তুলতে আমরা বিজিবি ক্যাম্প চত্তর হইতে কামিনীগন্জবাজার ব্রীজ পর্যন্ত ( জুড়ী- ফুলতলা সড়ক)” Model Clean Town” হিসেবে ঘোষণা করা হবে। এতে সর্বস্তরের জনগণকে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে। সবাই মিলে এ এলাকাকে আমরা বিদ্যুতায়িত করে বিভিন্ন জাতের ফুল গাছ ,বিভিন্ন প্রজাতির চারারোপন সহ পরিস্কার পরিচ্ছন্ন করে শহরকে আলোকিত করে তুলতে চাই। ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকার মানুষের সহযোগিতায় জুড়ী উপজেলা কে Green Juri,Clean Juri হিসেবে বাস্তবায়ন করা হবে।