কাউন্সিলর এডভোকেট সেলিমের মামলা: পত্রিকা-সম্পাদক প্রকাশকসহ ১৮ জন আসামী

Published: 5 December 2020

সিলেট অফিস : সিলেটে সংবাদ প্রকাশ ও ফেসবুকে শেয়ার করায় স্থানীয় একটি পত্রিকার সম্পাদক, প্রকাশক, প্রতিবেদকসহ ১৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

এসএমপি’র শাহপরাণ (রহ.) থানায় গত শুক্রবার রাতে মামলাটি করেন সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়, ‘একে অপরের সহায়তায় অনলাইন পত্রিকাসহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও মানহানিকর এবং আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর সংবাদ ও তথ্য প্রকাশ করার অপরাধ।’
শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে মামলাটি ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১/৩৫ ধারায় নথিভুক্ত করা হয়েছে। মামলা নং ০৫।
এদিকে, মহানগর আওয়ামী লীগ নেতা সিটি কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের দায়েরকৃত মামলার আসামিরা হলেন, দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক মো. নজরুল ইসলাম বাবুল, সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ, প্রতিবেদক সাঈদ চৌধুরী
টিপু, নজরুল ইসলাম, মো. মুহিত, ‘অ্যাডমিন’ (পত্রিকার প্রশাসনিক কর্মকর্তা), সৈয়দ সুজন আহমদ, আজহারুল ইসলাম মুমিন, আহমদ মারুফ, মো. মাহবুবুর রহমান, আব্দুর রউফ, সৈয়দ একরাম আল সাহান, মির এ এইচ শিপলু, সুজন চন্দ্র অনুপ, সৈয়দ আতিকুর রব চৌধুরী, রুবেল আহমদ, শাহিদ খান, আশরাফুজ্জামান বাদশা, এ এইচ রুহেল আহমদ।

মামলার এজাহারে বলা হয়, ‘একাত্তরের কথা’ পত্রিকায় গত ২৮ নভেম্বর ‘ভয়ে চুপ উপশহর’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন অনলাইনেও প্রচারিত হয়। সম্পাদক-প্রকাশকসহ প্রতিবেদক ছয়জন প্রতিবেদনটি প্রচার করেছেন এবং বাকি ১১ জন সংবাদটি ফেসবুকে প্রচার করেন। এতে এলাকায় অস্থিরতা ও চরম বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সংবাদ প্রচার ও ফেসবুকে শেয়ার করে ‘ভাইরাল’ করায় সামাজিক মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত হেনেছে।