জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ

Published: 5 December 2020

কুষ্টিয়ায় স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট ছালেহ আহমদ সেলিম’র নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়।


সিলেট মহানগর ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস,এম ফয়ছল ছাদ’র সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এডভোকেট ছালেহ আহমদ সেলিম।
কুষ্টিয়া জেলায় বাংলার অবিসংবাদিত নেতা ও বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে নির্মিত হয় ভাস্কর্য। কিন্তু দুঃখের বিষয় একটি মৌলবাদী গোষ্ঠী যারা একাত্তরের পরাজিত শত্রু জামাত এবং বিএনপি দ্বারা পরিচালিত তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য কে মূর্তি রূপে আখ্যায়িত করে এই স্বারক কে ভেঙ্গে ফেলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র উন্নয়নে বাধাগ্রস্ত এবং বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম বিনষ্ট করতে চায়।আমরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ,আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সেচ্চা সেবক লীগ,কৃষক লীগ,শ্রমিক লীগের নেতা কর্মীদের নিয়ে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিক্ষোভ সমাবেশে আরোও বক্তব্য রাখেন
২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুস শুক্কুর বকুল,হাজী বাহার উদ্দিন,সিরাজুল ইসলাম,জালাল উদ্দিন,সিলেট মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য মিনহাজ চৌধুরী লিটন,মহানগর যুবলীগ নেতা মোতাহির হোসেন জাহির, সাবেক ছাত্রলীগ নেতা হুমায়ুন রশিদ সুমন,ছাত্রলীগ নেতা কাজী জুবায়ের আহমদ,উপস্থিত ছিলেন-২২নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এরশাদ মিয়া,সাধারণ সম্পাদক সুমন আহমদ,আবুল খায়ের,যুবলীগ নেতা নিয়াজ আহমদ,চঞ্চল চৌধুরী,মিন্নত আহমদ,মালেক আহমদ,রেজওয়ান আহমদ,সাহেদ আহমদ পলাশ,রিপন আহমদ,সাহেদ আহমদ শামিম,ইকবাল হোসেন,মাশহুদুর রহমান,শাহিন আহমদ,আরজু আহমদ সহ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।