বিয়ানীবাজারে পৃথক অভিযানে অটোরিক্সাসহ আটক ৪

Published: 6 December 2020

সিলেট অফিস : বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ দুই চোর, ইয়াবা মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।


শনিবার (৫ই ডিসেম্বর ২০২০খ্রি:) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার বিয়ানীবাজার পৌরসভা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিয়ানীবাজার থানার এসআই মোঃ শাহ আলম ভূইয়া, এএসআই/মোকলেছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ফতেহপুর গ্রাম থেকে ৫৫ পিস ইয়াবাসহ রমিজ উদ্দিন বলকী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। ধৃত আসামি বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অপর পৃথক অভিযানে এসআই/শাহ আলম ভূইয়া সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মাদক মামলার পরোয়ানাভূক্ত আসামী বিয়ানীবাজার উপজেলার লাসাইতলা গ্রামের মনির আলীর ছেলে আব্দুল কাইয়ূম (২৫)কে গ্রেফতার করেন।
অপরদিকে পৃথক অভিযানে বিয়ানীবাজার এসআই/মোহাম্মদ জাফর আলম স্থানীয় লোকজনের সহায়তায় টমটম গাড়িসহ ২ জন চোরকে আটক। করে থানায় নিয়ে আসেন। তারা উপজেলার খশির নয়াপাড়া গ্রামের আবুল হোসেন ছেলে এমরান হোসেন ও খশিরবন্দ হাতিটিলা গ্রামের নূর আহমদের ছেলে মাহফুজ আহমদ।

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী, টমটম সহ দুইজন চোর ও পরোয়ানাভূক্ত আসামী আটকের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় বলেন, সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নির্দেশনায় সিলেট জেলাকে মাদকমুক্ত ও অপরাধমুক্ত করতে কাজ করছে পুলিশ। এরই অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আজ ৫৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী রমিজ উদ্দিন @ বলকী আটক করা হয়। থানা এলাকায় অপরাধ প্রবণতা যাহাতে বৃদ্ধি না পায় সেজন্য পুলিশি টহল জোরদার করা হয়েছে।
ওসি হিল্লোল রায় আরও বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধ, জুয়া, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন সকল ক্ষেত্রে পুলিশের যে ভূমি তার চেয়ে জনগণের ভূমিকা কোনো অংশে কম নয়। যে কোনো অপরাধ নির্মূল করতে হলে পুলিশ ও জনতা মিলে কাজ করতে হবে। তাহলে সমাজে আর কোনো অপরাধ থাকবে না। মাদক ও অপরাধমূক্ত বিয়ানীবাজার উপজেলা গড়তে সর্বস্তরের জনসাধারণকে বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান থানা পুলিশ।