বড়লেখা উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
এমরান হোসেনকে সভাপতি ও জুনেদ আহমদকে সাধারণ স¤পাদক করে গঠিত ৮১ সদস্যের উপজেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমীন ও সাধারণ স¤পাদক মাহবুব আলম।
অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি গৌছ উদ্দিন শুভ, ছিদ্রাতুল কাদের আবির, রিকু দে, হাফিজুর রহমান শাওন, সামছুজ্জামান সামি, এমদাদুর রাজ্জাক রাব্বি, মাসুদুর রহমান, জুনেদ আহমদ ও শুভ্র দে নয়ন, যুগ্ম সাধারণ স¤পাদক হলেন গুলজার হোসেন সামাদ, বাকের আহমদ, ইকবাল হাসান পলক, মারুফ আহমদ ও আবিদ আনোয়ার, সাংগঠনিক স¤পাদক হলেন তায়েফুর রাজা, মতিউর রহমান জাকের, সফিউস সামাদ জুয়েল, মারুফ আহমদ, পাপলু চন্দ্র দাস, প্রচার স¤পাদক টিপু চন্দ্র, দপ্তর স¤পাদক রাসেদ কায়েছ, গ্রন্থ ও প্রকাশনা স¤পাদক আশরাফুজ্জামান, শিক্ষা ও পাঠচক্র স¤পাদক সাজু আহমদ, সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক জায়েদ আহমদ, সমাজসেবা স¤পাদক প্রীতম চক্রবর্তী, ক্রীড়া স¤পাদক সুমিত দে, পাঠাগার স¤পাদক তোফায়েল আহমদ, তথ্য ও গবেষণা স¤পাদক সাব্বির আহমদ।
জানা গেছে, গত ৩১ অক্টোবর বড়লেখা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন এমরান হোসেন এবং কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সাধারণ স¤পাদক নির্বাচিত হন জুনেদ আহমদ। সম্মেলনের ১মাস ৭দিন পর রোববার রাতে উপজেলা ছাত্রলীগের ৮১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ।