বড়লেখায় ২১ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে উন্নত জাতের গাভী প্রদান

Published: 8 December 2020

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর মঙ্গলবার বিকেলে উপজেলার ২১ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর করোনা কালিন উপহারের উন্নত জাতের ক্রস ব্রীড বকনা (গাভী) বিতরণ করেছে।

সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গাভীগুলো বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুস ছামাদ, উক্ত উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক ডা. মো. আনোয়ার সাহাদাৎ, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, ইউপি মেম্বার ইসলাম উদ্দিন, উপকারভোগী রনি এল গিরি, রূপচান্দ সিংহ প্রমুখ।