জুড়ীতে আসক’র মাস্ক বিতরণ

Published: 10 December 2020

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) জুড়ী উপজেলা শাখা মানববন্ধন, আলোচনা সভা ও সার্জিক্যাল ফেইস মাস্ক বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করেছে।


বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জুড়ী কিরণ স্কয়ারের সামনে সংগঠনের সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মর্তুজ আলী মর্র্তুজার পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, দিশারী সমাজকল্যাণ সংস্থার সভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি কামাল উদ্দিন, জুড়ী টাউন ক্লাব সভাপতি জাাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম
বক্তারা বৈশ্বিক মহামারী করোনার ছোবল থেকে রক্ষা পেতে সকলকে মাস্ক পরার আহ্বান জানান। ব্যবসায়ী, যানবাহন চালকসহ সেবা দানকারী নিজে মাস্ক পরা এবং মাস্ক নেই এমন কাউকে সেবা না দেয়ার অনুরোধ করেন। অনুষ্ঠানে আয়োজক সংগঠনের পক্ষ থেকে উপজেলার অর্ধশতাধিক সামাজিক সংগঠনের মাঝে দুই প্যাকেট করে সার্জিক্যাল ফেইস মাস্ক বিতরণ করা হয়।