বড়লেখায় ৫ জয়ীতাকে সংবর্ধনা
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জীবন সংগ্রামে সফল ৫ নারীকে সম্মাননা দিয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামছুন নাহার।
সংবর্ধিত সফল নারীরা হলেন অর্থনৈতিক ক্ষেত্রে সখিনা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে পূর্নিমা রানী দাস, সফল জননীর ক্ষেত্রে জুবেলী রানী দে, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা আয়শা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদার রাখা নারী শ্রীমতি বাউরি।
সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও মৃগেন ভাদুড়ীর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, সাংবাদিক আব্দুর রব, জয়ীতা সখিনা বেগম ও পূর্নিমা রানী দাস।