বড়লেখায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস পালন উপলক্ষে শনিবার স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সাংবাদিক লিটন শরীফ প্রমুখ।