জুড়ীতে তুলার গুদামে অগ্নিকান্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

Published: 12 December 2020

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে একটি তুলার কারখানায় আগুনে পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

ঘটনাটি শনিবার (১২ ডিসেম্বর)বেলা আড়াইটার দিকে উপজেলার বেলাগাঁও কন্টিনালা এলাকায় ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান- হঠাৎ করে আকাশে কালো ধোয়া দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও পথচারীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভাতে শুরু করে। স্থানীয় বাসিন্দারাও এতে অংশ নেয়। আধা ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় ৪৫মিনিট পর কুলাউড়া ও বড়লেখা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে অবশিষ্ট আগুন নেভায়।

কারখানা মালিক বদরুল ইসলাম ও তার ভাই কারখানা চালক নাজমুল ইসলাম জানান- গার্মেন্টস পণ্য থেকে এ কারখানায় তুলা উৎপন্ন করা হয়। ঘটনার সময় কারখানার একটি মোটরের বিদ্যুৎ সংযোগ লাইন থেকে আগুনের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এতে তিনটি মিশিন, দুইটি ঘর ও প্রচুর মালামালসহ প্রায় ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।