বড়লেখায় ইটভাটায় কাঠ পোড়ানোর দায়ে লাখ টাকা জরিমানা

Published: 12 December 2020

বড়লেখা সংবাদদাতা : মৌলভীবাজারের বড়লেখায় কাঠ পোড়ানোর অপরাধে বন্ধন ব্রিকস নামের এক ইটভাটায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত এক অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড প্রদান করেছেন। আদালত পরিচলনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের ইটাউরি এলাকায় বন্ধন ব্রিকসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই ইটভাটায় কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসারে বন্ধন ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে গণ-উপদ্রব সৃষ্টির অপরাধে জালাল আহমদ নামের এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে উপজেলার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) রতন কুমার হালদার ও উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ সহযোগিতা করেন।

অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত লায়লা নীরা।