বিয়ানীবাজারে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ২
সিলেট অফিস : সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২জনকে গ্রেফতার করেছে। তাদেরকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় জানান, বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর গ্রামের জালাল উদ্দিন জালালের পুত্র শরিফ উদ্দিন শিপলু (৩৫) মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দায়ের করা মামলার পলাতক আসামী। সে আদালতের আদেশে ২ বছরের সাজাপ্রাপ্ত। অপরদিকে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গড়রবন্দ গ্রামের মৃত তমছির আলীর ছেলে মঈন উদ্দিন (৫২) অপর একটি মামলার পলাতক আসামী। তাদেরকে থানা পুলিশের পৃথক দল সোমবার রাতে অভিযান চালিয়ে আটক করেন।