জুড়ীতে পালিত হচ্ছে মহান বিজয় দিবস
জুড়ীূ প্রতিনিধি : জুড়ীতে মহান বিজয় দিবস -২০২০ উদযাপন উপলক্ষে “জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন “শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভাকক্ষে সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) রনজিতা শর্মা।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুক আহমদ চেয়ারম্যান, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির দারা, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন,শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ , জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতাংশু শেখর দাশ, যুদ্বাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশি,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু,জুড়ী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল।
সকাল সাড়ে ছয়টা উপজেলা পরিষদ এলাকায় স্হাপিত জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলন ও আনুষ্ঠানিক সালাম প্রদর্শন করা হয়। সভায় প্রশাসনের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধি গণ উপস্থিত ছিলেন।
তবে বিজয় দিবসের মতো গুরুত্বপূর্ণ অনুষ্টানে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্টানের কোনো প্রতিনিধি না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেন।