জুড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : ‘মুজিববর্ষের আহবান, দক্ষ হয়ে বিদেশ যান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের জুড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মতবিনিময় সভা ও পুরস্কার বিতরন করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম সাদেক, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস, ইসলামিক ফাউন্ডেশন জুড়ী উপজেলা মডেল কেয়ার টেকার মাওলানা তাজ উদ্দিন প্রমুখ। সভা শেষে দক্ষ, নিরাপদ ও শোভনকর্মে অভিবাসন বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।