বিশ্বনাথে সড়ক মেরামতের দাবিতে এলাকাবাসির মানববন্ধন

Published: 20 December 2020

বিশ্বনাথ সংবাদদাতা : সিলেটের বিশ‌্বনাথ পৌরসভার অন্তরভুক্ত ৯নং ওয়ার্ডের গাছতলা থেকে পুরানগাঁও পর্যন্ত সড়ক মেরামত এবং ইলামেরগাঁও থেকে পুরানগাঁও ও হাসনাজি পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকা করণের দাবিতে মানববন্ধ করেছে এলাকাবাসি।

রবিবার দুপুরে উপজেলার নকিখালি-দশপাইকা রোডস্থ গাছতলা নামক স্থানে এ মানববন্ধ কর্মসুচী পালন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি স্বারকলিটি প্রদান করেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই অঞ্চলে উন্নয়নের কোন ছোয়া লাগেনি। প্রায় ১৫ বছর পূর্বে গাছতলা থেকে পুরানগাঁও পর্যন্ত মাত্র ১কিলোমিটার রাস্তা নির্মাণ করেছিলেন সাবেক এমপি নিখোঁজ এম ইলিয়াস আলী। কিন্তু এর পর থেকে রাস্তাটি মেরামত না করায় পূরো ১কিলোমিটার রাস্তায় পাকা নষ্ট হয়ে একেবারে কৃষি জমির সাথে মিশে গেছে। যান বাহন চলাচল তো দুরের কথা, বরং পায়ে হেঁটে লোকজন আসা যাওয়া করতে পারছেন না। এই রাস্তা দিয়ে রামপাশা দৌলতপুর এবং দশঘর এলাকার প্রায় ১০/১২টি গ্রামের লোকজনসহ প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মারদরাসার ছাত্র ছাত্রীরা আসা করে থাকেন। অনেক সময় শিক্ষার্থীরা হোছট খেয়ে বই পুস্তক কাপড় ছোপড় নষ্ট ও অনেকেই হাতে পায়ে আঘাত পেয়ে আহত হয়ে যায়। এই সামান্য রাস্তা টুকু মেরামতের জন্য এলাকাবাসি স্থানীয় সংসদ, উপজেলা চেয়ারম্যান সহ বিভিন্ন আবেদন নিবেদন করেছেন। কিন্তু রাস্তাটি মেরামত বা সংস্কার হচ্ছেনা।
এই পাকা রাস্তার সাথে সংযোগকারি পুরান গাঁও থেকে হাসনাজি এবং ইলামের গাঁও পর্যন্ত কাচা রাস্তা রয়েছে। দুই দিকে প্রায় ২কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় গ্রামীণ মানুষের দূর্ভোগের কোন সীমা নেই। সমগ্র উপজেলায় আনাছে কানাছে পাকা রাস্তা থাকলেও পৌরসভার অভ্যান্তরে কাচা রাস্তা রয়েছে বর্তমান সময়ে একতা কেউ বিশ্বাস করবে না। জনস্বার্থের কথা বিবেচনা করে শেখ হাসিনা সরকারের সু-দৃষ্টি কামনা করছি।