জুড়ীতে ৩ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান
জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের মোকামবাড়ী প্রবাসী সমাজ কল্যান পরিষদ আয়োজিত তিনজন বিদায়ী শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে।
সাগরনাল সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা খলকুর রহমান, সহকারী শিক্ষক মোঃ নজির উদ্দিন ও সাগরনাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল ইসলাম চাকুরীজীবন শেষে অবসরগ্রহণ করায় এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের কার্যালয়ে মঈন উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরনাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের অন্যতমনেতা,বীরমুক্তিযোদ্বা মোঃ আব্দুর নুর মাষ্টার, বর্তমান চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মোঃ লিয়াকত আলী খান, মন্ত্রীগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গপেশ্বর সিংহ,সাগরনাল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান,বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও রাজনীতিবিদ মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুল করিম, ইসমাইল আলী,শরফ উদ্দিন প্রমুখ। সভায় বক্তাগণ বিদায়ী শিক্ষকবৃন্দের কর্মজীবনের ত্যাগ তিতিক্ষার কথা স্মরণ করেন এবং তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে অবসরজীবন সুন্দর ও সুস্হতা করেন।