বড়লেখায় ৫৩ গীর্জায় সরকারী অনুদানের চেক হস্তান্তর
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় খ্রীস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জিআর নগদ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
উপজেলার ৫৩টি গির্জার প্রত্যেকটিতে ২২ হাজার ৩৮৩ টাকা করে মোট ১১ লাখ ৮৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
সদর ইউপি চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল চন্দ্র দত্ত, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, ফাদার দীপক কস্তা, ইলিয়াস বারে প্রমুখ।