বড়লেখায় আদালতের স্থিতাবস্থা ভঙ্গ করে স্থাপনা নির্মাণ, বাধা দেয়ায় মা-মেয়ের উপর হামলা
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় সহকারী জজ আদালতের (মৌলভীবাজার) স্থিতাবস্থার আদেশ অমান্য করে বিরোধীয় ভুমিতে প্রতিপক্ষের লোকজন পাকা ঘর নির্মাণ করছে।
সোমবার দুপুরে নির্মাণ কাজে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন মা নুরুন নাহার ও মেয়ে লায়লা খানম। এ ব্যাপারে আহত লায়লা খানম মঙ্গলবার প্রতিপক্ষের ৫ জনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা করেছেন।
জানা গেছে, উপজেলার সাতকরাকান্দি গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের কেছরীগুল মৌজার সাড়ে ৫১ শতাংশ ভুমি তার দ্বিতীয় স্ত্রী রুশনা বেগম ও ছেলে রাকায়েত ইমন রাহি, জয়নুল ইসলাম, কেফায়েত উল্লা মিটু জবর-দখলের চেষ্টা চালান। পৈত্রিক ভু-সম্পত্তি থেকে বঞ্চিত করার পায়তায়ায় মৃত রিয়াজ উদ্দিনের প্রথম স্ত্রীর পক্ষের ছেলে শামীম আহমদ প্রতিপক্ষের (সৎভাই) জয়নুল ইসলাম গংদের বিরুদ্ধে মৌলভীবাজার সহকারী জজ আদালতে স্বত্ব মোকদ্দমা (নং-৩৪/২০২০) দায়ের করেন। বিজ্ঞ আদালত আগামী ৫ জানুয়ারী ২০২১ ইং ধার্য তারিখ পর্যন্ত বিরোধীয় ভুমির উপর স্থিতাবস্থা বজায় রাখার পরোয়ানা জারি করেন। কিন্তু বিবাদীরা আদালতের এ আদেশ অমান্য করে গত ২১ ডিসেম্বর উক্ত ভুমিতে পাকা দালান নির্মাণের কাজ শুরু করেন। স্বত্ব মামলার বাদী শামীম আহমদের মা নুরুন নাহার ও বোন লায়লা খানম নির্মাণ কাজে বাধা দেন। এসময় বিবাদী জয়নুল ইসলাম, রাকায়েত ইমন রাহি, কেফায়েত গংরা মা ও মেয়েকে লাটিসোটা দিয়ে হামলা চালায়। হামলার ঘটনায় আহত লায়লা খানম মঙ্গলবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হামলাকারীদের বিরুদ্ধে পিটিশন করেছেন।