এসি মিলানের রেকর্ড
পোস্ট ডেস্ক : ইতিহাসের পাতায় নাম লিখালো ইতালিয়ান সিরি আ’য় দুর্দান্ত ফর্মে থাকা এসি মিলান।
বুধবার রাতে ৩-২ গোলে লাৎসিওকে হারিয়েছে তারা। এ জয়ের মধ্য দিয়ে বার্সেলোনার ৭২ বছরের পুরোনো গোলের রেকর্ড স্পর্শ করলো ইতালিয়ান জায়ান্টরা।
সান সিরোতে দারুণ জয়ে ৭২ বছরে এক বর্ষপঞ্জিকায় প্রথম দল হিসেবে একই প্রতিযোগিতায় অন্তত ১৫ ম্যাচ টানা দুটি বা তার বেশি গোলের কীর্তি গড়েছে মিলান। এর আগে ১৯৪৮ সালে টানা ১৮ ম্যাচ অন্তত দুটি গোল করেছিল বার্সা।
লিঁলের কাছে নভেম্বরে ইউরোপা লিগের গ্রুপ পর্বে ৩-০ গোলে হারের পর থেকে সব প্রতিযোগিতায় অপরাজেয় মিলান। এ বছর আর কোনো ম্যাচ নেই মিলানের। বড়দিন ও নতুন বছরের ছুটি উদযাপন করে আগামী ৩ জানুয়ারি বেনেভেন্তোর বিপক্ষে মাঠে নামবে তারা।
১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ইতালিয়ান সিরি আ’ লিগের পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই বছর শেষ করেছে এসি মিলান। সমানসংখ্যক ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান।