বড়লেখায় নিসচাই’র উদ্যোগে দরিদ্রদের শীতবস্ত্র বিতরণ
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নিসচাই’র বড়লেখা উপজেলা শাখার আহ্বায়ক তাহমীদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মার্জানুল ইসলামের পরিচালনায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা নিসচাই’র উপদেষ্ঠা ও যুগান্তর প্রতিনিধি সাংবাদিক আব্দুর রব, সুলতান আহমদ খলিল, সদস্য সচিব আইনুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য আব্দুল আজিজ, আইনজীবি সহকারী গোলাম কিবরিয়া, নজমুল ইসলাম, রাসেল আহমদ প্রমূখ।