অভিযোগ পাল্টা অভিযোগ
বড়লেখায় সৎ ছেলেদের হামলায় মা-ছেলে ২
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় সৎ ছেলেদের বিরুদ্ধে ঘর নির্মাণে বাধা প্রদান করে জায়গা দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
প্রতিবাদ করায় সৎ ছেলেদের হামলায় মা ও ছেলে আহত হয়েছেন। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সাতকরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মৃত রিয়াজ উদ্দিনের স্ত্রী রুশনা বেগম (৫০) ও তার ছেলে রাকায়েত মোহাম্মদ রাহি (২১)। এ ঘটনায় আহত রাহি বুধবার (২৩ ডিসেম্বর) সৎ ভাইদের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাতকরাকান্দির মৃত রিয়াজ উদ্দিন জীবিত থাকাকালে তার নামের কেছরিগুল মৌজায় আরএস ২১৪২ ও ২১৪৩ নং দাগে ১০০ শতক ভূমির মধ্যে ৯০ শতক ভূমি দ্বিতীয় স্ত্রী রুশনা বেগমের নামে ২০১৬ সালে রেজিস্ট্রি করে দেন। এর মধ্যে ১০ শতক ভূমি প্রথম স্ত্রী নুরুন নাহারের (তালাকপ্রাপ্ত) এক ছেলের নামে রেজিস্ট্রি করে দেন। পৈত্রিক ভূমি কম পাওয়ায় প্রথম স্ত্রী ও তার সন্তানরা ক্ষুদ্ধ হয়ে ওঠেন। এরপর থেকে ওই জায়গাটি মৃত রিয়াজের প্রথম স্ত্রীর পক্ষের ছেলে জুবের আহমদ, কফিল হোসেন, শামীম আহমদ গংরা দখলের চেষ্টা চালাচ্ছেন। এদিকে সম্প্রতি ওই জায়গাতে রিয়াজের দ্বিতীয় স্ত্রী রুশনা নতুন ঘর নির্মাণ কাজ শুরু করেন। এতে মৃত রিয়াজের প্রথম স্ত্রী নুরুন নাহার ও তার মেয়ে লায়লা খানম কল্পনা এবং ছেলে জুবের আহমদ, কফিল হোসেন, শামীম আহমদ গংরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। সোমবার দুপুরে রিয়াজের প্রথম স্ত্রী নুরুন নাহার ও তার মেয়ে লায়লা খানম, ছেলে জুবের আহমদ, কফিল হোসেন, শামীম আহমদ গংরা রুশনার বাড়িতে হামলা চালিয়ে ঘর নির্মাণ কাজে বাধা ও জায়গা দখলের চেষ্টা করেন। এসময় রুশনা প্রতিবাদ করলে তারা হামলা চালায়। তখন মাকে বাঁচাতে এগিয়ে গেলে সৎ ভাইয়েরা রাকায়েত মোহাম্মদ রাহিকে মারধর করে। এক পর্যায়ে দ্বিখন্ডিত বাঁশের আঘাতে রাহির মারাত্মকভাবে জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হামলার শিকার রাকায়েত মোহাম্মদ রাহি জানান, জায়গাটি আমার মায়ের নামে রেজিস্ট্র করা। আমাদের একটি টিনশেডের ঘর আছে। জায়গাটিতে আমাদের পাকার নতুন ঘর তোলা হচ্ছে। কিন্তু আমার সৎ ভাইয়েরা জায়গাটি দীর্ঘদিন ধরে জোরপূর্বকভাবে দখলের চেষ্টা করছে। এনিয়ে জনপ্রতিনিধিরা একাধিকবার বিচার করে বিষয়টি সমাধানের চেষ্টা করেছেন। কিন্তু তারা বিচার মানেনি। এখন তারা উল্টো জায়গা দখলের ভুল তথ্য দিয়ে আদালতে মামলা করেছে। এখানে মোট ১০০ শতক জায়গা আছে। এরমধ্যে বিজ্ঞ আদালত ৫১.৫০ শতক জায়গার ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন। আমরা বিরোধপূর্ণ জায়গায় ঘর তৈরি করছি না। আমার এর পাশেই ঘর তৈরি করছি। কিন্তু সৎ ভাইয়েরা সেই জায়গাও দখলের চেষ্টা করছে। আমাদের ঘর বানাতে বাধা দিচ্ছে। দখলের সময় প্রতিবাদ করায় তারা আমার মায়ের ওপর হামলা করেছে। মাকে বাঁচাতে গেলে তারা আমাকে রক্তাক্ত করেছে।
এ বিষয়ে থানার এসআই আবু সাঈদ জানান, দুইপক্ষ আদালতে পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে আমি ঘটনা তদন্ত করেছি। এ জায়গা নিয়ে যেকোনো সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে, তদন্ত শেষে সেটি আদালতকে জানিয়েছে। তদন্তের সময় দেখেছি আদালত যে ৫১ দশমিক ৫০ শতাংশ জায়গার ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন। ওই জায়গাতে কোনো কাজ চলছে না। ওই জায়গার পাশেই মৃত রিয়াজের দ্বিতীয় স্ত্রী রুশনা ঘর তৈরি করছেন।