বাবর আজমের কাছে অর্ধকোটি টাকা টাকা দাবি!

Published: 25 December 2020

পোস্ট ডেস্ক : অভিযোগটা মাসখানেক আগের। গত নভেম্বরের শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে হামিজা মুখতার নামে এক পাকিস্তানি নারী তোলেন গুরুতর অভিযোগ।

বিয়ের প্রলোভন দেখিয়ে ১০ বছর প্রেমের সম্পর্কের পর প্রত্যাখান করেন বলে বাবরের বিরুদ্ধে অভিযোগ হামিজার। সেই অভিযোগের নিষ্পত্তি এখনো হয়নি। নিজেকে বাবরের স্কুল সহপাঠি দাবি করা হামিজা অভিযোগ করেন যৌন নিপীড়নেরও। বাবর আজম দলের সঙ্গে পাকিস্তান সফরে রয়েছেন। লাহোরে সবকিছু দেখভাল করছে পাকিস্তান অধিনায়কের আইনি পরামর্শক দল। ইন্ডিয়ান এক্সপ্রেসকে আইনি পরামর্শক দলের একজন বলেন, ‘তাদের মক্কেলকে ফাঁসানোর জন্যই মূলত এই অভিযোগ।

অভিযোগ তুলে নিতে অভিযোগকারী ১ কোটি (৫৩ লাখ টাকা) পাকিস্তানি রুপি দাবি করেছে।’

বাবর আজমের আইজীবীরা আদালতকে বলেছেন, মিথ্যা অভিযোগের জন্য তারা এক পয়সাও দিতে রাজি নয়।

নিউজিল্যান্ড সফরে এখনো মাঠে নামা হয়নি বাবর আজমের। ইনজুরির কারণে খেলতে পারেননি টি-টোয়েন্টি সিরিজ। খেলা হবে না শনিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টেও। এই সফরেই প্রথমবারের মতো টেস্টে নেতৃত্ব পেয়েছিলেন বাবর। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া বাবরের টেস্ট নেতৃত্বে অভিষেক পিছিয়েছে। পাকিস্তান শনিবার মাঠে নামবে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে।