লিভারপুল জোর করে ধরে রাখবে না সালাহকে
পোস্ট ডেস্ক : বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, লিভারপুল ছেড়ে দিচ্ছেন মিশরীয় তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
দলের এই তারকা ফুটবলারের লিভারপুল ছাড়তে চাওয়ার কোনো কারণ দেখেন না কোচ জার্গেন ক্লপ। তবে যেতে চাইলে মিশরীয় ফরোয়ার্ডকে ধরে রাখতে জোর করা হবে না বলেও তিনি জানিয়েছেন।
সম্প্রতি স্প্যানিশ পত্রিকা এএসকে দেওয়া সাক্ষাৎকারে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রশংসা করেন সালাহ। তখন থেকেই জল্পনার শুরু। ক্লপ বলেছেন, ‘আমার মনে হয়, এই মুহূর্তে লিভারপুল ছাড়তে চাওয়ার একমাত্র কারণ আবহাওয়া। এই ছাড়া আর কী কারণ থাকতে পারে? এটা বিশ্বের বড় ক্লাবগুলোর একটি, আমরা ভালো অর্থ দিচ্ছি। অসাধারণ সমর্থকদের সঙ্গে আমাদের দারুণ একটা স্টেডিয়াম আছে।’
লিভারপুল বস আরও বলেন, ‘কাউকে থাকতে জোর করা যায় না। আমরা পরিবর্তন আনি এবং খেলোয়াড় দলে টানি। কেউ যেতে চাইলে অবশ্যই আমরা তাকে আটকে রাখতে পারি না। তবে আমি বুঝতে পারছি না কেন কেউ যেতে চায়। বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদে খেলছে না এমন যে কোনো খেলোয়াড়কে এই দুই দলে একদিন খেলার ইচ্ছে আছে কি না, জিজ্ঞেস করলে সে কি বলবে, না, স্প্যানিশ ফুটবল আমার জন্যে না, সে কেন এটা বলবে?’