জুড়ী মানবিক সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান

Published: 27 December 2020

জুড়ী প্রতিনিধি : জুড়ী মানবিক সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


আজ ২৭ ডিসেম্বর মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ২০১৯-২০ সেশনের সামাজিক ও মানবিক কার্যক্রমের উপর ভিত্তি করে উপজেলার ৬টি সামাজিক সংগঠনকে মানবিক সম্মাননা -২০২০ প্রদান করা হয়। মানবিক সোসাইটির সদস্য এম কামরুল ইসলামের সভাপতিত্বে ও মানবিক সোসাইটির সদস্য অমিত আল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা
আল-ইমরান রুহুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, সহকারি শিক্ষক ও উপজেলা আল ইসলাহর সভাপতি মাওলানা আব্দুস শহীদ, জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির সেক্রেটারি এন্ড ডি এন এডিটর, জহিরুল ইসলাম সরকার, জুড়ী মানবিক সোসাইটি পরিবারের মধ্য থেকে বক্তব্য রাখেন জামিল উদ্দিন, এম সাইদুল ইসলাম, জিয়াউর রহমান, মিজানুর রহমান পাবেল, বাংলাদেশ স্কাউটসে জাতীয় পর্যায়ে পুরষ্কারপ্রাপ্ত, মানবিক সদস্য, মোস্তাফিজুর রহমান।

সম্মাননা প্রাপ্ত সংগঠনের মধ্যে বক্তব্য রাখেন, জুড়ী এসোসিয়েশন অব পুলিশ (জেপ) সমন্বয়ক
সহিদুর রহমান পাবেল, জুড়ী উপজেলা ফাউন্ডেশনের সভাপতি
কামরুল হোসেন পলাশ, এডুকেয়ার ফাউন্ডেশনের সভাপতি আশরাফুজ্জামান রিশাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শপু, জায়ফরনগর তরুণ সংঘের সহ সভাপতি হুমায়ূন কাদির রনি প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী মডেল একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম,সাবেক ইউপি সদস্য আব্দুস সহিদ আব্দুল্লাহ প্রমুখ।

উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে ২০২০-২১ সেশনে সামাজিক ও মানবিক কার্যক্রমের ওপর ভিত্তি করে উপজেলার নিম্নোক্ত ৬টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।সংগঠনগুলো হলো জুড়ী উপজেলা ফাউন্ডেশন, জুড়ী এসোসিয়েশন অব পুলিশ (জেপ),এডুকেয়ার ফাউন্ডেশন, জুড়ী,প্রবাসী রেমিট্যান্স সমাজকল্যাণ পরিষদ, সমাই বাজার,জায়ফরনগর তরুণ সংঘ, সোনার বাংলা সমাজকল্যাণ সংস্থা, হাফিজিবাজার।