বেঁচে গেলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক আজহারউদ্দিন
পোস্ট ডেস্ক : রাজস্থানের সুরওয়ালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েও ভাগ্যের জোরে বেঁচে গেলেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।
হাইওয়েতে গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও বড় কোনো ধরনের আঘাত ছাড়াই তিনি রক্ষা পান। এএনআইয়ের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, সোয়াই মাধোপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে জয়পুর থেকে রনথম্বোরে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে গাড়ি চাকা ফেটে গেলে তিনি ভয়াবহ দুর্ঘটনায় পড়েন। গাড়ি উল্টে গেলেও তিনি অক্ষত থাকেন। তবে তার সঙ্গে থাকা অপরব্যক্তি সামান্য আহত হয়েছেন।
সুরওয়াল থানার পুলিশ কর্মকর্তা চন্দ্রাভন সিং জানিয়েছেন, দুমড়ে যাওয়া গাড়ি থেকে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে অন্য গাড়িতে করে আজহারউদ্দিনকে অনুষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ভারতের হয়ে ৯৯টি টেস্ট খেলেছেন মোহাম্মদ আজহারউদ্দিন। এছাড়া তিনটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বেই টিম ইন্ডিয়া ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে।