বড়লেখায় মহানবী (সাঃ)’র জীবনীর ওপর মেধা বাছাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

Published: 1 January 2021

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর ওপর মেধা বাছাই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ও আমরা প্রবাসী সংগঠনের পৃষ্টপোষকতায় মেধা বাছাই পরীক্ষার আয়োজন করা হয়। এতে প্রথমস্থান অর্জন করে সিলেট ইউনিভার্স্যাল কলেজের শিক্ষার্থী রিয়াদ আহমদ চৌধুরী, দ্বিতীয়স্থান অর্জন করে সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষার্থী আব্দুল আহাদ ইমরান, তৃতীয়স্থান অর্জন করে গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া বিনতে আব্দুল আজিজ।
মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয় হলরুমে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাঠালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান চুন্নু। প্রধান অতিথির বক্তব্য দেন গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ হায়দার। প্রধান বক্তা ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. শাখাওয়াৎ হোসেন। সংগঠনের সভাপতি গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়খলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমেদ, কলাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছয়ফুল হক, সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু ইউসুফ মো. সাহিদ, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরীফ উদ্দিন, মাধবকুণ্ড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিব খান, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাজু প্রমুখ।