জুড়ীতে সমাজ সেবা দিবস পালিত
মৌলভীবাজারের জুড়ীতে বর্নাঢ্য আয়োজনে সমাজসেবা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় র্যালী শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, পশ্চিমজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।