জুড়ীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন
জুডী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে গ্রীণ জুড়ী ক্লীণ জুড়ী বাস্তবায়নের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ কম্পেøক্স প্রাঙ্গন হইতে শুরু হয়ে জুড়ী শহরে স্থানীয় সামাজিক সংগঠন জুড়ী উপজেলা একতা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা ফাউন্ডেশন ও উপজেলা স্কাউটস্ এর সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল, পশ্চিমজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জুড়ী উপজেলা ফান্ডেশনের সভাপতি কামরুল হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ শাহীন, উপজেলা একতা সমাজকল্যাণ পরিষদের সহ সভাপতি সাইফুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ, সাইদুল ইসলাম, আল আমিন আহমদ, আব্দুল্ল াহ আল মাহি প্রমুখ।