পোলার্ড-হোল্ডারদের ওপর ক্ষেপেছেন অ্যান্ডি রবার্টস

Published: 4 January 2021

পোস্ট ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশে আসছে ১০ জানুয়ারি। তবে বাংলাদেশ সফরে আসতে আপত্তি জানিয়েছেন মোট ১২ ক্যারিবীয় ক্রিকেটার। তাদের মধ্যে ১০ জন বাংলাদেশের করোনা পরিস্থিতির কারণে এবং ২ জন ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফরে আসছেন না।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের এমন আচরণে ক্ষেপেছেন কিংবদন্তি সাবেক ক্যারিবীয় কিংবদন্তি অ্যান্ডি রবার্টস। রবার্টস বলেন, “দুই তিন বছর আগে যে ছেলেরা দলে সুযোগই পেত না, তারা কি করে এত বড় হয়ে গেল যে সফরে যেতে আপত্তি জানায় এবং বাবল নিয়ে অভিযোগ করে?”

করোনাকালে প্রথম দল হিসেবে ইংল্যান্ডে সফর করেছিল উইন্ডিজ। এরপর ক্যারিবীয়রা গিয়েছিল নিউজিল্যান্ড সফরেও। তখন কোনো খেলোয়াড়কে আপত্তি জানাতে দেখা যায়নি। সেই প্রশ্নও রেখেছেন রবার্টস।

রবার্টস বলেন, “ওদের বেশিরভাগই যখন ইংল্যান্ড সফরে গিয়েছিল, তখন কী এমন সমস্যা হয়েছিল? নিউজিল্যান্ড সফরে কি এমন কোনো সমস্যা ছিল? বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রেই কেন এটা সমস্যা হয়ে দাঁড়াল।”