বড়লেখায় নিরাপদ খাদ্য শীর্ষক সেমিনার অনুষ্টিত
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ সেমিনার কক্ষে খাদ্যের নিরাপদতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সামছুল আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা স্যানিটারী কর্মকর্তা আফসার আলী প্রমুখ। উক্ত সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, হোটেল মালিক, পোল্ট্রি ও ডেইরী খামার মালিকগন অংশ নেন।