শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম এর বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্পন্ন
সিলেট অফিস : বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শায়খ কারী মাওলানা আবদুল হাফিয পরিচালিত জকিগঞ্জ উপজেলার শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলুম এর বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ বিন ইদরিস আলীর সভাপতিত্বে মহাসম্মেলন শুরু হয়ে পরদিন ফজর পর্যন্ত মাহফিল চলে।
ইসলামী মহাসমাবেশে নসিহত পেশ করেন মাওলানা নুরুল ইসলাম খান সুনামগঞ্জি, শায়খুল হাদিস আল্লামা ড. মুশতাক আহমদ ঢাকা, শায়খুল হাদিস মাওলানা আহমদ আলি শায়খে চিল্লা, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব ঢাকা, শায়খুল হাদিস আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ঢাকা, হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী ঢাকা, হযরত মাওলানা সিরাজুল ইসলাম সিলেট। ফজরের নামাজের পরে জামিয়ার প্রিন্সিপাল শায়খ কারী মাওলানা আবদুল হাফিয এর দোয়া মাহফিলের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।