‘জাতীয় সঙ্গীত শুনে বাবার কথা মনে পড়ছিল’
পোস্ট ডেস্ক : গরীব হয়েও ছেলেকে ক্রিকেটার তৈরি করতে নিজের সর্বোচ্চটুকু উজার করে দিয়েছেন বাবা।
ছেলের স্বপ্নকে সফল করতে দিনের পর দিন, রাতের পর রাত অটো চালিয়েছেন। বাবার স্বপ্ন পূরণ হয়েছে। ভারতীয় জাতীয় টেস্ট দলে অভিষেক হয়ে গেছে পেসার মোহাম্মদ সিরাজের। বাবা সেই খবর শুনে যেতে পারলেও ২২ গজে বল হাতে ভারতের সাদা জার্সিতে সিরাজকে খেলতে দেখে যেতে পারেননি। অজি সফর চলাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিরাজের বাবা।
মেলবোর্নে লবোর্নে অভিষেক ম্যাচেই সিরাজ নিয়েছিলেন ৫ উইকেট। সিডনিতে তৃতীয় টেস্ট শুরু হওয়ার আগে ভারতের জাতীয় সঙ্গীত চলার সময় চোখ মুছতে দেখা যায় ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজকে। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিও নিয়ে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। ম্যাচের প্রথম দিন শেষ হওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার অশ্রুসিক্ত নয়নের কারণ জানান সিরাজ।
সফর চলাকালীন সময়ে বাবা মারা গেলেও তাঁর স্বপ্নপূরণ করার লক্ষ্যে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থেকে যান সিরাজ। তার মা ভারত থেকে এই নির্দেশ দিয়েছিলেন। যে কারণে শেষবার বাবাকে দেখা হয়নি সিরাজের। আজ বৃহস্পতিবার সিডনিতে প্রথম দিনের খেলা শেষ হওয়ার পরে সিরাজ বলেন, ‘জাতীয় সঙ্গীত শুনে বাবার কথা মনে পড়ছিল। বাবা দেখতে চেয়েছিলেন ভারতীয় দলের হয়ে আমার খেলা। বাবা আজ থাকলে হয়ত সেই দৃশ্য দেখতে পেতেন।’