বড়লেখায় সাপ্তাহিক দেশ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় ‘সাহসী যাত্রার ৮ম বছর’ ¯ে¬াগানকে সামনে রেখে বৃটেনের জনপ্রিয় সংবাদপত্র ‘সাপ্তাহিক দেশ’ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সন্ধ্যায় উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন সাপ্তাহিক দেশ’র স্টাফ করেসপন্ডেন্ট দেলোয়ার হোসাইন।
উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটনের সভাপতিত্বে ছাত্রনেতা মতিউর রহমান জাকেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর শাহবাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান আকবর আলী, শিক্ষাবিদ অধ্যাপক আব্দুস সহিদ খান, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, রফিক উদ্দিন আহমদ, আতাউর রহমান সৈয়দ, শিক্ষক নেতা আতিকুল ইসলাম, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, কাজী রমিজ উদ্দিন, তপন কুমার দাস, এজে লাভলু, ময়নুল ইসলাম, কবি মৃণাল কান্তি দাস, রাজনীতিবিদ মখলিছুর রহমান প্রমুখ। সাপ্তাহিক দেশ’র স¤পাদক ও প্রকাশক তাইসির মাহমুদের শুভেচ্ছা বার্তা পড়ে শোনান মো. এবাদুর রহমান।