বড়লেখায় স্বামীর সঙ্গে পূর্ববিরোধের জেরে স্ত্রীর ওপর হামলার অভিযোগ

Published: 12 January 2021

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় স্বামীর সঙ্গে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আলেয়া বেগম নামে এক গৃহবধুর ওপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত রোববার রাত ১০টার দিকে উপজেলার সোনাতোলা গ্রামে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার সদর ইউপির সোনাতোলা গ্রামের আব্দুল আলিমের স্ত্রী। এ ঘটনায় আহত আলেয়া বেগম প্রতিপক্ষের ৫ জনের নামোল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, উপজেলার সদর ইউপির সোনাতোলা গ্রামের আব্দুল আলিমের সঙ্গে একই এলাকার এমাদ উদ্দিন ইউনুসসহ বিবাদীদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে। ঘটনার দিন রাতে বিবাদীরা আলেয়ার স্বামী আব্দুল আলিমকে মারার জন্য তার বাড়িতে ঢুকে গালাগালি করেন। এসময় আব্দুল আলিম বাজারে ছিলেন। আলিমের স্ত্রী গালিগালাজের কারণ জানতে চাইলে বিবাদীরা আলেয়া বেগমের ওপর হামলা চালায়। হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে কোপ দিলে তার হাতে মারাত্মকভাবে জখম হয়। পরে বিবাদীরা তাকে ব্যাপক মারধর করে। আলেয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় রাতেই আলেয়া প্রতিপক্ষের এমাদ উদ্দিন ইউনুসসহ ৫ জনের নামোল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার জানান, অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।