বড়লেখায় কেন্দ্রীয় জাপা নেতা আহমেদ রিয়াজের জামিন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় কেন্দ্রীয় জাপা (এরশাদ) নেতা আহমেদ রিয়াজ জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার সিলেট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন লাভ করেন। গত ৩০ ডিসেম্বর সিলেটের একটি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হিসেবে বড়লেখা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
আহমেদ রিয়াজ বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারী ও ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনিত প্রার্থী হিসেবে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির নির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনের সমন্বয়কারী ও বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সভাপতি।
জাপা নেতা আহমেদ রিয়াজ জানান, ২০১৬ সালের সিলেটের একটি ষড়যন্ত্রমুলক মামলার রায়ে তিনি খালাস পান। পরবর্তীতে বাদী মোশন করেন। এব্যাপারে তিনি কিছুই জানতেন না। আদালত থেকেও কোন নোটিশ/সমন পাননি। ৩০ ডিসেম্বর পুলিশ গ্রেফতার করলে জানতে পারেন তার বিরুদ্ধে ২ বছরের সাজা পরোয়ানা ছিল। বুধবার সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আপিলে তিনি জামিন পেয়েছেন।