বড়লেখা উপজেলা জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাপা নেতা সুনাম উদ্দিনকে আহ্বায়ক, আহমেদ রিয়াজ উদ্দিন, সোলেমান আহমদ, আলী আজাদ ও জাহিদ উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং বাবরুল হোসেন রিয়াজকে সদস্য সচিব করে গঠিত আহ্বায়ক কমিটিকে গত ১২ জানুয়ারী অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম শামীম ও সদস্য সচিব হাজী মো. কামাল হোসেন। রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাপা নেতা বাবরুল হোসেন রিয়াজ।
উপজেলা জাতীয় পার্টির দলীয় সূত্র জানায়, এছাড়া অ্যাডভোকেট আফজাল হোসেনকে প্রথম, অনুকূল দেবকে দ্বিতীয়, আমিনুল ইসলাম সিপারকে তৃতীয়, নূর উদ্দিনকে চতুর্থ ও আব্দুস সালামকে পঞ্চম সদস্য করে আহ্বায়ক কমিটিতে ৪৫ জনকে সদস্য করা হয়েছে। আগামী ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বড়লেখা উপজেলা আহ্বায়ক কমিটিকে নির্দেশ দিয়েছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও সদস্য সচিব।