বড়লেখায় করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধে পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসুচি

Published: 21 March 2021

বড়লেখা প্রতিনিধি : বড়লেখা থানা পুলিশ রোববার করোনা সংক্রমণ (দ্বিতীয় ধাপ) প্রতিরোধে বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসুচির আয়োজন করেছে।

সকালে থানা কমপ্লেক্স সংলগ্ন মেইন রোড প্রাঙ্গনে পুলিশের উদ্যোগে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে র‌্যালি, আলোচনা সভা, মাস্ক বিতরণ ও বিভিন্ন যানবাহনে লিফলেট লাগানো হয়েছে।

থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) একেএম হেলাল উদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, বড়লেখা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. রাজিব দেবনাথ প্রমুখ।

একই সাথে উপজেলার উত্তর শাহবাজপুর বাজার ও দক্ষিণভাগ বাজারে থানা পুলিশের করোনা ভাইরাস সংক্রমণ (দ্বিতীয় ধাপ) প্রতিরোধের উদ্দেশ্যে উদ্বুদ্ধকরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।