জুড়ীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Published: 21 May 2021

জুড়ী মৌলভীবাজার সংবাদদাতা :

মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ আবু জাফর রাজু।
আজ শুক্রবার (২১ মে) সন্ধা ৬ টায় প্রেসক্লাবের কার্যালয়ে সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের পরিচালনায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন,কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসম কামরুল ইসলাম,জুড়ী উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, জুবের হাসান জেবলু,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, ইসলাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুরে আলম লাল,মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহ সভাপতি হুমায়ূন রশীদ রাজি, উপজেলা যুবলীগ নেতা ফয়সল মাহমুদ,ইকবাল খান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের অর্থনীতি এম রাজু আহমেদ ইত্তেফাক প্রতিনিধি কামরুল হাসান নোমান,মানবজীবন প্রতিনিধি ফখরুল ইসলাম,সমকাল সংবাদদাতা মো বেলাল হোসাইন, বজ্রকণ্ঠ প্রতিনিধি শাহ আলম, সালমান আহমদ প্রমুখ।এর আগে প্রধানমন্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু সহ নেতৃবৃন্দ সাবেক এমপি মরহুম তৈমুছ আলীর কবর জিয়ারত করেন।