উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’

Published: 25 May 2021

পোস্ট ডেস্ক :


বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা থেকে ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ইয়াস। গতিবগে বাড়িয়ে এটি ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রের ৫০ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১১ কিলোমিটার। এটি দমকা বাতাস হিসেবে ১২৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি আজ মঙ্গলবার দুপুর বা বিকেলের মধ্যেই ক্যাটাগরি ১ মাত্রার শক্তিশালী ঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি আগামীকাল বুধবার বিকেল বা সন্ধ্যার দিকে আরও শক্তিশালী হয়ে ভারতের উত্তর উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গের মাঝামাঝি যেকোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন না হলে এটি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম।

এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের গতিপথের চিত্র প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সেখানে দেখা গেছে, মঙ্গলবার (২৫ মে) ইয়াস প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে।

এদিনই এটি অতিপ্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। অতিপ্রবল ঘূর্ণিঝড় আকারেই বুধবার ভোরে ইয়াসের চোখ বা কেন্দ্রটি ভারতের উপকূলের কাছে যাবে এবং স্থলভাগে উঠবে। বুধবার সারাদিন তাণ্ডব চালিয়ে এ দিন শেষভাগে এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর বৃহস্পতিবারের শুরুর দিকে ঘূর্ণিঝড় থেকে এটি গভীর নিম্নচাপে রূপ নেবে। বৃহস্পতিবার শেষ দিকে এটি নিম্নচাপে পরিণত হবে। চিত্রে আরও দেখা গেছে, ঘূর্ণিঝড়ের চোখ বা কেন্দ্রটি বঙ্গোপসাগর থেকে সোজা ভারতের দিকে।