করিমগঞ্জে গরু চোরাকারবারিদের বিরুদ্ধ তৎপর পুলিশ
অরুপ রায়, (ভারত) করিমগঞ্জ ৩০ মে :
বাংলাদেশ পাঁচারের প্রাক মুহূর্তে উদ্ধার করা চারটি মহিষ পুলিশ হাত থেকে ছিনিয়ে নেওয়া চেষ্টা দুষ্কৃতিদের। চোরাকারবারীদেরকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে বারইগ্রাম পুলিশ । চোরাকারবারীরা মুহুর্তের মধ্যে গা ঢাকা দেয় । তবে বাংলাদেশে পাঁচার করার আগে পুলিশ জব্দ করে ৪ টি মহিষ । ঘটনার সত্যতা স্বীকার করেন বারইগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ উৎপল চন্দ ।
ঘটনাটি সংঘটিত হয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীর ভূমিকায় অসন্তুষ্টি।
ঘটনার বিবরণে জানাগেছে গোপন খবরের ভিত্তিতে বারইগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ উৎপল চন্দ গোপন খবরের ভিত্তিতে সুনাতুলা সীমান্ত এলাকায় উৎপেতে বসে থাকেন। তখন বাংলাদেশে পাঁচারের পথে চারটি মহিষ আটক করে। ঠিক তখনই চোরাকারবারিরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আক্রমণের চেষ্টা করে মহিষ নেওয়া চেষ্টা করে এতে বারইগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ উৎপল চন্দ চোরাকারবারিদের লক্ষ্য তিন রাউন্ড গুলি ছুড়ে। অন্ধকার থাকায় চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
উল্লেখ্য শুক্রবার রাতে দলগ্রাম এলাকায় গরু চুরি করে বাংলাদেশে পাচার করার সময় ধরে ফেলেন স্থানীয় লোক । এ নিয়ে চরম উত্তেজনা দেখা দেয় সীামান্ত এলাকায় । শুক্রবার রাতে ঘটনার পর পুলিশ অধিক সক্রিয় হয়ে উঠে । যার ফল স্বরূপ রবিবার কাক ভোরে সীামান্তে মহিষ পাঁচারের আগে পুলিশ তা আটকে দেয় । পুলিশের এহেন কাজের প্রশংসা করেন স্থানীয় লোক ।