জরুরি প্রয়োজনে ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব

Published: 3 June 2021

বিশেষ সংবাদদাতা, ঢাকা :


করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ ও টিকাদানে অধিক গুরুত্ব দিয়ে মহামারীকালে জরুরি প্রয়োজন মেটাতে বাজেটে এবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের বাজেটেও কোভিড-১৯ মোকাবিলায় যে কোনো জরুরি চাহিদা মেটানোর জন্য ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়। অর্থমন্ত্রী বলেন, মহামারী মোকাবেলায় যা করণীয় তার সবকিছুই সরকার করবে। সে কারণে আগামী অর্থবছরে কোভিড-১৯ মোকাবেলায় জরুরি চাহিদা মেটানোর জন্য আবার ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করছি। জাতীয় জীবনে করোনাভাইরাস ব্যাপক প্রভাব ফেলেছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, আগামী বাজেটের ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য খাতকে সর্বাপেক্ষা অগ্রাধিকার দেয়া হয়েছে।