সরকারের উদাসীনতা জনজীবনকে বিপন্ন করে তুলেছে: ফখরুল

Published: 7 June 2021

বিশেষ সংবাদদাতা, ঢাকা :


সরকারের উদাসীনতা জনজীবনকে বিপন্ন করে তুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকান্ডে খেটে খাওয়া গরীব মানুষের দুই শতাধিক ঘরবাড়ী পুড়ে যাওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আমি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। অতীতে রাজধানীর বস্তি এলাকাসহ বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও সরকার ও সিটি কর্পোরেশন এই সব অগ্নিকান্ডের পুনরাবৃত্তিরোধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে উদাসীন থেকেছে।

তিনি বলেন, অগ্নিকান্ডের ঘটনার পর সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হলেও এপর্যন্ত সেসব তদন্তের ফলাফল আলোর মুখ দেখেনি। সরকারের এহেন উদাসীনতায় একের পর এক দূর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে, মানুষ সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হচ্ছে। এসব বস্তি এলাকায় ধারাবাহিক অগ্নিকান্ডের ঘটনা ক্ষমতাসীনদের বস্তি দখল, পূণ:দখল, উচ্ছেদ, নিয়ন্ত্রণ অগ্নিকান্ডের কারণ বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
জনগণের জান-মাল রক্ষা করতে সরকারের এই ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে বিপন্ন করে তুলেছে। সরকারের ব্যর্থতা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা করোনার ঝুঁকির মধ্যেও রোদ, বৃষ্টি মাথায় নিয়ে এক কাপড়ে খাদ্য কষ্টে মানবেতর অবস্থায় আছেন। আমি অবিলম্বে অগ্নিকান্ডের শিকার মহাখালীর সাততলা বস্তির গৃহহীন মানুষদের বিকল্প আশ্রয়কেন্দ্রে স্থানান্তর এবং খাদ্য, পরিধেয় বস্ত্র, চিকিৎসা ও ত্রাণ বিতরণসহ বস্তিবাসীদের নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী জানাচ্ছি। এছাড়া অগ্নিকান্ডের ঘটনায় অতিদ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানান তিনি।